সর্বশেষ

Saturday, August 28, 2021

ফ্লিকে অর্ন্তভুক্ত ৩ জার্মানি

ফ্লিকে অর্ন্তভুক্ত ৩ জার্মানি

 



Monday, July 20, 2020

সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস

সোমবারের মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস

পোশাক শ্রমিকদের ঈদ বোনাস আগামী সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে। বাকি অর্ধেক যথারীতি পরবর্তী মাসের প্রথম সপ্তায়। তবে তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতের বোনাস আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যেই পরিশোধ করতে হবে। সরকার, মালিক ও শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

রাজধানীর বিজয়নগরে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমপ্রতিমন্ত্রী বেগন মুন্নু জান সুফিয়ান। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা এডভোটেক দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম প্রমুখ  বৈঠকে উপস্থিত ছিলেন। 

আগের ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাকহ সব শিল্প খাতে ২৫ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধের কথা ছিল। চাদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই এবারের কোরবানির ঈদ উদযাপন হতে পারে। 

Sunday, July 19, 2020

সাহাবুদ্দিনেও করোনার ভুয়া রিপোর্ট

সাহাবুদ্দিনেও করোনার ভুয়া রিপোর্ট

করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষা না করেই রোগীদের ভুয়া সার্টিফিকেট দিতো রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। আজ রোববার গুলশান-২ এ অবস্থিত করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান চালিয়ে এর প্রমাণ পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


বিকেল ৩টার দিকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন র‍্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানে হাসপাতালটির একটি অপারেশন থিয়েটার (ওটি) থেকে পাঁচটি মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী (এনডোট্রাসিয়াল টিউব) উদ্ধার করা হয়। পরে এসব সার্জিক্যাল সামগ্রীগুলো মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে দেখা যায়, এগুলোর সবগুলোর মেয়াদই ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে শেষ হয়ে গেছে। এছাড়া হাসপাতালটির আরো চারটি ওটি রয়েছে। যেগুলো তালাবদ্ধ ছিল।

ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে উপস্থিত থাকা ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অপারেশনের সময় এই এনডোট্রাসিয়াল টিউবগুলো রোগীদের গলার ভেতর ঢুকিয়ে অজ্ঞান করা হয়। এই সার্জিক্যাল সামগ্রীগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় রোগীর প্রাণ হারানোর সম্ভাবনাও রয়েছে।

অভিযানে অসহযোগিতা করার অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদিকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

নিবার্হী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, হাসপাতালটির বিরুদ্ধে তিনটি অভিযোগ পেয়েছি। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদের নমুনা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু তাদের স্বয়ংক্রিয় মেশিন না থাকায় পরে অনুমোদন বাতিল করা হয়। এরপরও তারা অননুমোদিত ডিভাইসের মাধ্যমে করোনা পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত যত রিপোর্ট দিয়েছে সবই ভুয়া।

তিনি বলেন, এ ছাড়া কিছু পরীক্ষা বাইরের হাসপাতাল থেকে করে তা নিজেদের হাসপাতালের প্যাডে লিখে রোগীদের দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি মাস্ক, গ্লাভস- এগুলো একাধিকবার ব্যবহারেরও অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে করোনা আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল এই হাসপাতালটি। এ ছাড়া তারা অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে ৩-১০ হাজার টাকা করেও আদায় করতো বলে অভিযোগ রয়েছে।

চেক জালিয়াতির অভিযোগ, মামলা করবেন অপু

চেক জালিয়াতির অভিযোগ, মামলা করবেন অপু

চেক জালিয়াতির অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যবসায়ী। রোববার ঢাকা জজকোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠান এবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী বাদশাহ বুলবুল। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে মানহানির মামলা করার কথা জানিয়েছেন অপু।

নোটিশে বলা হয়, অপু বিশ্বাস ও বাদশাহ বুলবুল একে অপরের পরিচিত। দুজনের মধ্যে সুসম্পর্কও ছিলো। যার প্রেক্ষিতে অপুকে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ফ্ল্যাট ক্রয় ও ব্যক্তিগত গাড়ি কেনার জন্য ১০ লাখ টাকা ঋণ দেন বাদশাহ। গত ৭ জুলাই সেই ঋণের অর্থ পরিশোধের অংশ হিসেবে বাদশাকে ৫ লাখ টাকার একটি চেক দেন অপু। কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।


এরপর বিষয়টি চিত্রনায়িকা অপুকে জানানো হলেও তিনি টাকা পরিশোধে কালক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে তিনি ব্যবসায়ী বাদশাহর সঙ্গে যোগাযোগই বন্ধ করে দেন।

এতে আরো বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ব্যবসায়ী বাহশাহর অর্থ পরিশোধ না করা হলে অপুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে।

এদিকে জাতিয়াতির অভিযোগ অস্বীকার করে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, মাঝে কিছু সময় তিনি অর্থকষ্টে ভুগছিলেন। তখন বগুড়ায় থাকা পারিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে অংশীদারের ভিত্তিতে বাদশাহ বুলবুলের সঙ্গে একটি ব্যবসা শুরু করেন। কিন্তু পরবর্তীতে বুলবুল অশালীন আচরণ শুরু করলে তার সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নেন তিনি।

জনপ্রিয় এ চিত্রনায়িকা আরো বলেন, তিনি ব্যবসায় ঠিকমতো সময় দিতে পারতেন না দেখে বাদশাহ তাকে ২-৩টি চেকে স্বাক্ষর করে রাখার জন্য অনুরোধ করেন। সেই চেকগুলো দিয়েই এখন জালিয়াতির নাটক সাজানো হচ্ছে।

তিনি আরো বলেন, অনেক আগ থেকেই তার ওই অ্যাকাউন্টটি বন্ধ রয়েছে। এ চেকের বিষয় নিয়ে গত বছর তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। তাকে হেয়-প্রতিপন্ন করতেই বাদশাহ এ নাটক সাজিয়েছেন। এ জন্য তিনি বাদশাহর বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলেও জানান।

বার্সার গোলবন্যা, দুই মাদ্রিদের হোঁচট

বার্সার গোলবন্যা, দুই মাদ্রিদের হোঁচট

স্প্যানিশ লা লিগায় লকডাউন পরবর্তী অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। টানা দশ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নিয়ে তিন বছরের পুরনো রাজত্ব ফিরে পেয়েছে জিনেদিন জিদানের দল। কিন্তু শিরোপা জিতেই ক্লান্ত হয়ে পড়েছে লস ব্ল্যাঙ্কোসরা। লিগের শেষ রাউন্ডের ম্যাচেও ক্লান্তির ছাপ দেখা গেল চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে।

রোববার রাতে অবনমন হওয়া লেগানেসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। হোঁচট খেয়েছে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও। ঘরের মাঠ ভিসেন্তে কালডেরনে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। দুই মাদ্রিদের হোঁচটের রাতে চেনারূপে হাজির হলো গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

লকডাউনের পর শেষ কয়েকটা অ্যাওয়ে ম্যাচে নিয়মিত বিরতিতে পয়েন্ট খোয়ানো বার্সা গা ঝাড়া দিয়ে উঠল প্রতিপক্ষেরই মাঠে। দিপোর্তিভো অ্যালাভেসকে তাদেরই মাঠে ৫-০ গোলে চূর্ণ করেছেন মেসিরা। কাতালানদের বড় জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার নিজে করেছেন দুই গোল; সতীর্থের গোলেও রেখেছেন অবদান।

বার্সার হয়ে অন্য গোল তিনটি করেছেন আনসু ফাতি, লুইস সুয়ারেজ ও নেলসন সেমেদো। আনুষ্ঠানিকতার ম্যাচে দাপুটে এই জয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান রেখে লিগ মৌসুম শেষ করল বার্সা। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট মেসিদের। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৮৭ পয়েন্ট। তিনে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭০।

তাদের সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোলগড়ে পিছিয়ে চারে থেকে লিগ শেষ করল সেভিয়া। ১০ পয়েন্ট পিছিয়ে পাঁচ নম্বরে থাকল ভিয়ারিয়াল। সমান ৫৬ পয়েন্ট নিয়ে ছয় ও সাতে থাকল যথাক্রমে সোসিয়েদাদ ও গ্রানাডা। তবে চ্যাম্পিয়নদের রুখে দিয়েও অবনমন এড়াতে পারেনি লেগানেস। তাদের সঙ্গে কপাল পুড়েছে মায়োর্কা ও এস্পানিয়লের। তিন দলের পয়েন্ট যথাক্রমে ৩৬, ৩৩ ও ২৫।

লেগানেসের মাঠে দুই দফা লিড নিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। নয় মিনিটে লিগের এই মৌসুমে করা সার্জিও রামোসের দ্বাদশ গোলে এগিয়ে যায় তারা। যদিও বিরতির আগেই ব্রায়ান গিল সমতায় ফেরান লেগানেসকে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অ্যাসেনসিওর গোলে জয়ের আশা দেখে জিদানের দল। কিন্তু ৭৮ মিনিটে ফের গোল হজম করে রিয়াল। স্কোর লাইন ২-২ করেন রজার অ্যাসালে। টানা দশ ম্যাচ জেতা রিয়ালের ভাগ্য এদিন পাশে ছিল না। তা-না হলে কেনই বা ইস্কোর শট ক্রসবারে লেগে ফিরে আসবে!

সংক্রমণহীন কিউবা!

সংক্রমণহীন কিউবা!

করোনাভাইরাসের সংক্রমণহীন প্রথম কোনো দিন কাটালো কিউবার মানুষ। দেশটিতে ভাইরাসটির সংক্রমণ শুরুর চার মাস পর নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। দেশটিতে অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় আছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রোববার কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহামারি বিশেষজ্ঞ ফ্রান্সিসকো দুরান করোনাভাইরাসের আপডেট দেয়ার সময় নিজের মাস্ক খুলে সংবাদ সম্মেলন করেছেন। তার এমন আচরণ প্রমাণ করে কিউবা করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে।

এর আগে শনিবার দেশটিতে ২৪ ঘণ্টা সময়ে মাত্র ১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

রয়টার্স বলছে, কিউবায় উল্লেখ করার মতো সংখ্যায় করোনা রোগী শনাক্ত হয়েছে গত সপ্তাহে। সব রোগীই রাজধানী হাভানার নিবাসী। দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপগুলোতে। যা এক মাস আগেই সংক্রমণ মুক্ত ঘোষণা করা হয়েছে।

কোনো রোগী শনাক্ত না হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দুরান বলেন, আমি মানুষকে বলেছি ঘরে থাকতে। কিন্তু আমি জানি, তারা আজ সমুদ্র সৈকতে যাবে। কিন্তু সামাজিক দূরত্বের নিয়ম যেন কেউ না ভুলে যায়।

জানা যায়, হাভানায় লকডাউন শিথিল করার প্রথম ধাপে আছে কিউবা সরকার। এতে করে সাধারণ মানুষ শহরের এক এলাকা থেকে অন্য একালায় যাতায়াত করার সুযোগ পাচ্ছে। গণপরিবহন ব্যবহারের সুযোগও পাচ্ছেন তারা। ঘুড়ে বেড়ানোর জন্য সমুদ্র সৈকত, লং ড্রাইভের অনুমতিও দেয়া হয়েছে।

কিউবায় এখন পর্যন্ত মরণঘাতী এই ভাইরাসে ২ হাজার ৪৪৬ জনের সংক্রমণ হয়েছে। মারা গেছে ৮৭ জন।

Saturday, July 18, 2020

৫০০ টাকা দামের কিট কেনা হচ্ছে ২৩শ টাকায়!

৫০০ টাকা দামের কিট কেনা হচ্ছে ২৩শ টাকায়!

সিন্ডিকেট নিয়ে এত আলোচনা-সমালোচনার পরও স্বাস্থ্যখাতের অবস্থা এখনো তথৈবচ। নতুন করে করোনা পরীক্ষার কিট কেনা হচ্ছে ৪ গুণ বেশি দামে। চীনের সানসিওর বায়োটেক কোম্পানির কিট কেনার ক্ষেত্রে এমন ‘ডাকাতি’র ঘটনা ঘটছে। আন্তর্জাতিক বাজারে এই কিটের দাম ৫-৬ ডলার, অর্থাৎ কমবেশি ৫০০ টাকা। অথচ সরকারের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) সরবরাহকারী প্রতিষ্ঠানের থেকে কিনে নিচ্ছে ২৩শ টাকায়!

বিশেষজ্ঞরা বলছেন, ৫০০ টাকার এই কিট আমদানি করার ক্ষেত্রে আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে দাম পড়তে পারে ৬০০ টাকা। অথচ ২৩শ টাকায় কিনে নেওয়ার মাধ্যমে সরকার প্রতি কিটেই গচ্ছা দিচ্ছে ১৮০০ টাকা! ২৩শ টাকা করে এমন ৭ লাখ কিট কিনছে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)। তাতে সরকারের লোকসানের পরিমান চোখ কপালে তোলার মতো। পুরো বিষয়টাকে ‘ডাকাতি’ বলে আখ্যা দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ)।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল বলেন, অন্যান্য দেশের কিটের চেয়ে চীনের কিট এমনিতেই অনেক সস্তা। যেখানে জার্মানির সবচেয়ে হাই কোয়ালিটির কিট পাওয়া যায় ১৬০০ টাকায়, সেখানে চীনের কিট কীভাবে ২৩শ টাকা হয়? এটা স্রেফ ডাকাতি। সিএমএসডি কর্তৃপক্ষকে অনতিবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে হবে।

যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ঔষধাগার এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। অধিদপ্তরের দায়িত্বশীলরাও বিষয়টি এড়িয়ে গেছেন। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কিট কিনতে হলে সরকারের ক্রয় নীতিমালা (পিপিআর) অনুযায়ী কিনতে হবে, এর বাইরে অন্য কোনো সুযোগ নেই। নীতিমালায় বলা আছে, আন্তর্জাতিক বাজার মূল্য যাছাই করে তবেই কেনাকাটা করতে হবে। কেন্দ্রীয় ঔষধাগারের কিট কেনার বিষয়টি খতিযে দেখা হবে।